‘আমি মুজিব হব’ বঙ্গবন্ধু বিষয়ক বই পড়া প্রতিযোগিতা ইতিহাস রচনা করল

0
2513

জাকিয়া সুলতানা : বিরল ইতিহাস রচনা করল ‘আমি মুজিব হব’ বঙ্গবন্ধু বিষয়ক বই পড়া প্রতিযোগিতা। ২৮-০৯-১৮ ইং তারিখ রোজ শুক্রবার কোচিং এসোসিয়েশন, বাংলাদেশ কর্তৃক ‘আমি মুজিব হব’ শীর্ষক বঙ্গবন্ধু বিষয়ক বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি সকাল ৮.৩০ ঘটিকা থেকে পৃথক দুটি ভেন্যু তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ, ও মিরপুর বাঙলা স্কুল এন্ড কলেজে শুরু হয়। এই প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন কোচিং সেন্টার থেকে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি দু’টি গ্রুপে বিভক্ত।

‘ক’ গ্রুপ ’ ৩য় থেকে ৫ম শ্রেণি এবং ‘খ’ গ্রুপ’ ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি। ‘ক’ গ্রুপের শিক্ষার্থীদের ‘রাসেলের দিনগুলো’ এবং ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই প্রদান করা হয়। পরীক্ষার কেন্দ্রে ছাত্র-ছাত্রীরা উউপস্থিত হয়ে সকাল ৮.৩০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত একটানা বই পড়তে থাকে। পরে ১১.০০ থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত বই দুটি থেকে বহুনির্বাচনী প্রশ্নের উপর ক গ্রুপের জন্য ৫০ নম্বরের এবং খ গ্রুপের জন্য ৩০ নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে এমন প্রতিযোগিতা বাংলাদেশের ইতিহাসে ইতোপূর্বেকখনোই হয়নি। এমনকি কোন রাজনীতিবিদের জীবনী নিয়ে বিশে^র ইতিহাসে এমন আয়োজন কখনোই হয়নি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে পার্টিসিপেশন সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য পরীক্ষার নম্বরের ভিত্তিতে ক গ্রুপ থেকে ১০০ জন এবং খ গ্রুপ থেকে ১০০ জন, মোট ২০০ জনকে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতার পুরস্কার নিম্নরুপ : গ্রুপ-ক ১ম পুরস্কার: ১৫০০০ টাকা ২য় পুরস্কার: ১০০০০ টাকা ৩য় পুরস্কার: ৫০০০ টাকা খ গ্রুপ: ১ম পুরস্কার: ৩০০০০ টাকা ২য় পুরস্কার: ২০০০০ টাকা ৩য় পুরস্কার: ১০০০০ টাকা পরবর্তীতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × three =