ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ সভাপতি হলেন সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর

1
495

হাবিব সরকার স্বাধীনঃ

ব্রাহ্মণবাড়িয়া জেলার ১১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে লড়াই করে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত বাঞ্ছারামপুর উপজেলার ৩৩নং দরিকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক সাব্বির আহমেদ সুবীর।

গত ১৯/০৯/২০১৮ইং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা শুভ্রত কুমার বনিক ও ব্রাহ্মণবাড়িয়া পিটিআই সুপারিনটেনডেন্ট (চঃদাঃ) মোঃ আব্দুল মান্নান স্বাক্ষরিত ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৮’ পেয়ে জেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করে নাম প্রকাশ করেন। বাঞ্ছারামপুর উপজেলা থেকে সভাপতি পদে ব্রাহ্মণবাড়িয়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্থান অর্জন করেন এই প্রথম। অনেক চড়াই উতরাই পেরিয়ে প্রতিযোগিতা করে সাংবাদিক সাব্বির আহমেদ সুবীরের এই বিশাল অর্জনে আমাদের বনানী প্রেসক্লাবের পক্ষ থেকে রইল প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। জানা যায়, স্কুলের ব্যাপক উন্নয়নের ফলে সাব্বির আহমেদ সুবীর প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অধীনে বাঞ্ছারামপুর উপজেলার ২০১৭ ও ২০১৮ সালে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। সাব্বির আহমেদ সুবাীর দৈনিক যুগান্তরের স্থানীয় সাংবাদিক ও বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি। তিনি দরিকান্দি পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের অবকাঠামো উন্নয়ন, স্কুলের পাঠ দান বৃদ্ধি, স্কুলের সাংষ্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় নেতৃত্ব দিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে বিগত কয়েক বছরে অসংখ্য ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। একান্ত প্রতিক্রিয়ায় সাব্বির আহমেদ সুবীর বলেন, ‘‘আমি শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য কাজ করি না। আমি স্কুলের পড়ালেখার মান উন্নয়নের জন্য কাজ করব। স্কুলটিকে আজকে গোটা উপজেলায় একটি ভাল অবস্থানে আনতে পারায় আমি অনেক খুশি। আমি চাই এই স্কুলটিকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি রোল মডেল স্কুলে পরিণত করব।” সাব্বির আহমেদ সুবীরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত করায় ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলামকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 1 =