ধামরায় সূয়াপুর ইউনিয়নের ব্রিজগুলো যেনো চলন্ত মরন ফাঁদ দেখার কেউই নেই

0
640

কামরুল হাসানঃ ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের সূয়াপুর ব্রিজটি যেনো চলন্ত এক মরনফাঁদ।দুর্ভোগ যেনো নিত্য দিনের সাথী এলাকাবাসীর।দেখার নেই যেনো কেউই ,ঢালাই উঠে বেরিয়ে গেছে রড,ব্রিজেরের উপর তৈরি হয়েছে বড় রকম গর্তের,পিলারগুলো নড়বড়ে,যানবাহন চলাচলের সময় কাঁপতে থাকে।ঝুঁকি নিয়েই পার হচ্ছে মানুষ ও বিভিন্ন রকমের যানবাহন।এমন অবস্থা উপজেলার অভ্যন্তরীণ বিভিন্ন সড়কেও অচল অবস্থা দেখা দিয়েছে।চলাচলের অযোগ্য হয়ে পরেছে রৌহার মোল্লাবাড়ির রাস্তাটি।মৃত্যুর পরও যেনো মুক্তি নেই মৃতব্যক্তির, লাশও নিয়ে যাওয়া যায় না (মানুষের শেষঠিকানা)কবরস্থানে এই রাস্তার কারনে।

দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে উপজেলার প্রায়  মানুষ।ব্রিজটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, জরাজীর্ণ ব্রিজগুলো মেরামত ও পুনঃনির্মাণের দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত ও সহজতর করার লক্ষ্যে ৮০ ও ৯০ দশকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা পরিষদ ও কেয়ার সংস্থার অধীনে অর্ধশত ব্রিজ নির্মাণ করা হয়। ফলে তৎকালীন সময় গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।তিন যুগ আগে দুটি ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজ দুটির রেলিং ভেঙে  গেছে। ঢালাই উঠে রড বের হয়ে গেছে। পিলারগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। যানবাহন চলাচলের সময় কাঁপতে থাকে। যে কোনো সময় ব্রিজ দুটি ধসে পড়ে  দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। ট্রাকচালক রাজু এবং কয়েকজন পরিবহন শ্রমিক বলেন, ব্রিজ দুইটির অবস্থা খুবই শোচনীয়। গাড়ি নিয়ে ব্রিজের ওপর উঠলে কাঁপতে থাকে। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিয়ে ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।সম্প্রতি সরেজমিনে দেখা যায়, এসব ব্রিজের বিশাল গর্তের র্সৃৃষ্টি হয়েছে,কোনটার রেলিং নেই, আবার কোনো ব্রিজের ঢালাই উঠে রড বের হয়ে গেছে। পিলার নড়বড়ে হয়ে নষ্ট হয়ে গেছে ব্রিজের মূল কাঠামো। বিপদ হতে পারে জেনেও ঝুঁকি নিয়ে ব্রিজগুলো দিয়ে যাতায়াত করছে ছোট-বড় যানবাহন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + 5 =