৬টি স্বর্ণেরবারসহ পাঁচ স্বর্ণ চোরাকারবারী আটক

0
477

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ পাঁচ স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার পুর্বাচল উপশহরের ৩’শ ফুট সড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্বর্ণ উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার রায়পুরা থানার বারকান্দি এলাকার মোস্তফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩২), আইলমারা এলাকার তারা মিয়ার ছেলে নুরে আলম (৩৪), সদর থানার কোদালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাদিম (২২), নিলিখা এলাকার আব্দুল আলীর ছেলে কামাল (৩৫) ও একই এলাকার সামসু খায়ের ছেলে কাজল মিয়া (৩৫)। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, সকালে মালেশিয়া থেকে যাত্রীবেসে একদল চোরাচালানকারী অবৈধ ভাবে স্বর্ণেরবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে পুর্বাচলের দিকে রওনা হয়। এমন সংবাদ পেয়ে জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আনিছ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ একদল পুলিশ নিয়ে পুর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩’শ ফুট সড়কে মাইক্রোবাসটির গতিরোধ করে তল্লাশি চালায়। এসময় মালেয়শিয়া প্রবাসী নাদিম, কামাল, কাজলসহ নুরে আলম ও শফিকুল ইসলামের কাছ থেকে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবার উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তদের দাবি, মালেয়শিয়া থেকে একদল দালাল তাদের কাছে স্বর্ণেরবার গুলো দিয়ে দিয়েছে। ওসি আরো জানান, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + seven =