আগামীকাল বিশিষ্ট শিক্ষাবিদ শিরীয়া খাতুনের কুলখানি

0
663

প্রাক্তন ডিডিপি আই শিরীয়া খাতুন (৮৬) গত ১৮ অক্টোবর শাহজাহানপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিহি… রাজিউন)। আগামীকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারীর লামচরির নিজ গ্রামে এবং আগামী শুক্রবার শাহজাহানপুরস্থ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। মিসেস শিরীয়া খাতুন ১৯৭০ সনে পূর্ব পাকিস্তানের শ্রেষ্ঠ প্রধান শিক্ষয়িত্রী হিসেবে লেবাননের রাজধানী বৈরুত সফর করেন।

তিনি আজীবন বাংলাদেশ গার্লস গাইডের কমিশনার ছিলেন। তিনি ১৯৬৫ সনে ব্রাহ্মণবাড়িয়ার বাদৈর গ্রামের তার স্বামী মরহুম জুলফিকার আলীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন সাবের সাদত উচ্চ বিদ্যালয়। তিনি নারী শিক্ষা প্রসারের জন্য প্রতিষ্ঠা করেন “শিরীয়া সালেমা ছমির উদ্দিন ফাউন্ডেশন”। এই প্রতিষ্ঠান থেকেই ছাত্রীদের প্রতি বছর বৃত্তি ও আর্থিক সুবিধা দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five + 8 =