২০২০ সালের মধ্যে ভূমি অফিসগুলোর ডিজিটাইজেশন ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে: ভূমি মন্ত্রী

0
438

ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, ২০২০ সালের মধ্যে ভূমি অফিসগুলোর ডিজিটাইজেশন কাজ এবং দেশের সকল ভূমি অফিসের অবকাঠামোর উন্নয়ন কাজ সম্পন্ন হবে। আজ রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শনে এসে একথা জানান ভূমি মন্ত্রী। এসময় অন্যান্যের মধ্যে ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মতিন-উল- হক (অতিরিক্ত সচিব) ও ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী জামিলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ভূমি ব্যবস্থাপনায় ই-সেবা চালু হয়েছে। ডিজিটালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়িত হলে সেবা প্রত্যাশী প্রান্তিক জনগণ জমি সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবে।

আধুনিক প্রযুক্তি বান্ধব ১৫ তলা বিশিষ্ট ভূমি ভবন কমপ্লেক্সটি ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানান মন্ত্রী। মন্ত্রী সংশ্লিষ্টদের সতর্কতার সাথে নির্মাণ সামগ্রীর গুণগত মান বা গ্রেডিং মান যথাযথ কিনা তা যাচাই করে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − 8 =