রূপসায় নিরাপদ সড়ক বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

0
448

রূপসা প্রতিনিধিঃ খুলনার রুপসায় নিরাপদ সড়ক বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে মটরযান অধ্যাদেশ,১৯৮৩ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। শনিবার(৪ আগষ্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের কুদির বটতলা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতে  ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন ও রুট পারমিট ছাড়া গাড়ি চালানো,

হেলমেট ব্যবহার না করাসহ সংশ্লিষ্ঠ আইনের বিভিন্ন ধারায় ২৩টি মামলা দায়ের করা হয়। এসময় ১১ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, মো. ইমরান খান ও মো. রাশেদুল ইসলাম এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন উল আহসান, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা বিআরটিএ’র উপপরিচালক মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) মো. বদিউজ্জামান, রূপসা থানা অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, ওসি (তদন্ত) মো. আব্দুর রহমান বিশ্বাস-সহ জেলা পুলিশের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতামূলক পরামর্শও প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 + 11 =