দশমিনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

0
475
দশমিনা প্রতিনিথি:জলাতঙ্ক অপরকে জানান, জীবন বাচান’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর দশমিনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর  আয়োজনে উপজেলার স্বাস্থ্য কমপ্রেক্স কার্যলয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পঃ পঃ কর্মকর্তা ডা. গোলাম মস্তফা’র সভাপতিত্বে র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করেন।
পরে স্বাস্থ্য কমপে¬ক্স কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডা. গোলাম মস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্কাফিজুর রহমার, মেডিকেল অফিসার ডা. হৈমন্তি দে, পরিসংক্ষন বিদ মোঃ ফারুক আলম, নার্সিং সুপার ভাইজার মোসাঃ আফরোজা পারভির, এস্টোর কিপার কাজী জহিরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক নাসির উদ্দিন তালুকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, কুকুর জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে। ফলে কুকুরের কামড়ে মানুষের শরীরে জলাতঙ্ক রোগ ছড়াই। তাই কুকুরকে নিয়মিত জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে।

তারা আরও বলেন, শুধু কুকুর নয়, ইদুর কিংবা অন্যান্য প্রাণী দ্বারাও জলাতঙ্ক রোগ ছড়াতে পারে। তাই এসব ক্ষতিকারক প্রাণ থেকে সাবধানতা অবলম্বন করতে হবে।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 13 =