চাকরি দেওয়ার কথা বলে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ

0
944

অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে ও ভুয়া নিয়োগপত্র দিয়ে ঢাকার ধামরাইয়ে প্রায় পৌনে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে এক ব্যক্তির বিরুদ্ধে।

 

অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে নুরুল ইসলাম নামের ওই প্রতারককে গ্রেপ্তার করেছে ধামরাই থানা-পুলিশ। গতকাল শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে তাকে পাঠানো হয়েছে। আটক ব্যক্তির নাম নুরুল ইসলাম। তিনি উপজেলার কুশুরা ইউনিয়নের বেকী গাড়াইল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। অভিযোগকারী ব্যক্তি ও মামলা সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম অর্থ মন্ত্রণালয়ে অফিস সহায়ক ও অফিস সহকারী কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক পদে চাকরি দেওয়ার কথা বলে উপজেলার গাওতারা গ্রামের শাহিনুল ইসলামের কাছ থেকে ছয় লাখ ৯০ হাজার টাকা, নয়াচর গ্রামের সুজন হোসেনের কাছ থেকে আট লাখ, একই গ্রামের ফাতেমা আক্তারের কাছ থেকে ১২ লাখ, আলমগীর হোসেনের কাছ থেকে সাত লাখ ৫০ হাজার, সজিব হোসেনের কাছ থেকে পাঁচ লাখ, তেরদানা গ্রামের সানোয়ার হোসেনের কাছ থেকে ১২ লাখ, বড় জেঠাইল গ্রামের রিপন মিয়ার কাছ থেকে আট লাখ ৫০ হাজার, পাঁচলক্ষ্মী গ্রামের জাহাঙ্গীর আলমের কাছ থেকে আট লাখ ৫০ হাজার, টেটাইল গ্রামের মহসিন হোসেনের কাছ থেকে ১২ লাখ, একই গ্রামের শরিফুল ইসলামের কাছ থেকে আট লাখ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × three =