ধামরাইয়ে কারারক্ষী চাকরীর গ্রাম সানোড়া টাকা হলে গ্যারান্টি দিয়ে নিয়োগ

6
797

ধামরাই (ঢাকা) প্রতিনিধি :
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনেষ্টবল সুমন টাকা হলেই গ্যারান্টি দিয়ে কারারক্ষীর চাকরিতে নিয়োগ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে ।
কনেষ্টবল সুমন ১০/১২ বছর ধরে পুলিশের চাকরি জীবনে প্রায় শতাধিক ব্যাক্তিকে পুলিশ কনেষ্টবল ও কারারক্ষী চাকরি দিয়েছে জন প্রতি ১০/১২ লাখ টাকার বিনিময়ে ।

প্রতি দিন সকাল বিকাল তরুন তরুনীরা চাকরির আশায় সানোড়া গ্রামে কনেষ্টবল সুমনের বাড়ীতে ভীর জমাচ্ছে ।এই অবৈধ টাকার লেনদেন হচ্ছে সুমনের ভাই নাজিমুদ্দিনের ম্যাধমে । সুমন গরীব ঘরের সন্তান হয়ে রাতা রাতি আলাদ্দিনের চেরাগ পেয়ে প্রায় ৫০ কোটি টাকার মালিক বনে গেছে । কনেষ্টবল সুমন অন্য জেলার লোকদের ১ শতাংশ জমি ক্রয় দেখিয়ে ধামরাই উপজেলার বাসিন্দা দেখিয়ে পুলিশ কনেষ্টবল ও কারারক্ষী চাকরী দিচ্ছে । এদিকে দুনির্তীবাজ কনেষ্টবল সুমন কালামপুর উপশহরে ২টি জমির প্লট, নিজ গ্রামে ১০ বিঘা ধানী জমি , ১টি গরুর ফার্ম , বাড়িতে ১টি বিশার বহুুল বিল্ডিং , ব্যাংকে নামে বেনামে নগদ টাকা সহ অবৈধ সম্পদ রয়েছে । মক্কেল ধরতে সুমনের রয়েছে এক ডজন দালাল , এই দালালরা পাচ্ছে মোটা অংকের কমিশন । কনেষ্টবল সুমন হঠাৎ করে এত টাকার মালিক বনে যাওয়ায় এলাকায় তাকে নিয়ে সমালোচনা হচ্ছে । যদি দুনির্তী দমন কমিশন ( দুদক )তদন্ত করে তা হলে সুমনের দুনির্তীর আসল থলের বেড়াল বের হয়ে আসবে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =