রৌমারীতে শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ওপেন হাউস.ডে ২০১৯ ইং

0
461

রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি: প্রধান অথিতি হিসাবে জনাব. মজিদ আলী. বি.পি.এম.আ্যডিশনাল ডি.আইজি আ্যডমিন এন্ড ফিন্যান্স. বাংলাদেশ পুলিশ. রংপুর রেঞ্জ রংপুর। বিশেষ অথিতি হিসাবে মেহেদুল করিম. পুলিশ সুপার কুড়িগ্রাম। শহীদুল সোহরাওয়ার্দী. অতিরিক্ত পুলিশ সুপার। আবু মোহাম্মদ দিলওয়ার রৌমারী হাসান ইনাম.রৌমারী ওসি।

এতে মজিবুর রহমান উপজেলা চেয়ারম্যান. দ্বীপংকর রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা . রেজাউল ইসলাম মিনু. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রৌমারী শাখা। আব্দুল কাদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার। এতে ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা হলেন সরবেশ আলী.চেয়ারম্যান. হাবিবুর রহমান হাবিল. ফজলুল হক চেয়ারম্যান.কবির হোসেন চেয়ারম্যান। সামসুল হক চেয়ারম্যান. শহিদুল ইসলাম শালু চেয়ারম্যান। রৌমারী সরাসরি ডিগ্রী কলেজের অধ্যাপক সামিউল ইসলাম জীবন। ও সাংবাদিক বৃন্দরাসহ ইউপি সদস্যরা এবং উপজেলা গন্য মান্যব্যক্তিবর্গাও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ডি.আইজি। সে তার বক্তব্যে বলে জান দুই হাজার চার শালে কুড়িগ্রাম জেলার. রৌমারী ও রাজিবপুর উপজেলার চর চারিতে জঙ্গী সংগঠনের একটি ঘাটি হিসাবে পরিচিত হয়ছিল বলে বক্তব্যে উল্লেখ করেন। জঙ্গী আস্তানা গরে তুলেছিল এখন আর জঙ্গীরা ঘুমাতেও ভয় পায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six + twelve =