রূপসায় জেলা পুলিশ সুপার নিরাপদ চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলতে হবে

0
466
রূপসা প্রতিনিধি: খুলনা জেলা পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বলেছেন, সুশৃঙ্খল জীবন হোক আমাদের সকলেরই কাম্য। নিরাপদ চলাচলের জন্য প্রতিটি ক্ষেত্রেই ট্রাফিক আইন মেনে চললে গন্তব্যের পথ সুগম হয়। এজন্য সকলকেই আইনি ব্যবস্থাকে অনুসরণ করতে হবে। তাহলে রাস্তায় চলাচল ঝুঁকিমুক্ত হবে। তিনি আরো বলেন সড়ক-মহাসড়কে  ব্যাক্তিগত বা প্রাতিষ্ঠানিক চলাচলকৃত গাড়ীর বৈধ কাগজপত্রসহ বিধি মোতাবেক সঠিক রাখার পরামর্শ প্রদান করেন।
তিনি বুধবার ( ৩০ জানুয়ারী) বেলা ১১ টায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে খুলনা ট্রাফিক বিভাগ আয়োজিত চলমান কার্যক্রমের অংশ হিসেবে খুলনা-মোংলা মহাসড়কের তিলক কুঁদির বটতলা মোড়ে দিনব্যাপি সেবা সপ্তাহের কার্যক্রম অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, আবু নাঈম মো. ওয়াসিম ফিরোজ, রূপসা থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, ট্রাফিক ইন্সেপেক্টর মো. বেলায়েত হোসেন, মিজানুর রহমান, রূপসা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এস আই ইব্রাহিম, এস আই আখিনুর, এস আই রাজিউল, যুবলীগ নেতা আবু তাহের, ওলিউর রহমান। অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ, গাড়ীতে স্টিকার লাগানো, বৈধ কাগজপত্র ধারীদের গোলাপ ফুল, চকলেট বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করা হয়।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 1 =