রূপসায় সওজের জায়গা থেকে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন

0
403
রূপসা প্রতিনিধি, খুলনা: খুলনার রূপসা উপজেলায় খুলনা-মংলা মহাসড়কের দু’পাশে সড়ক ও জনপদ অধিদপ্তরের  জায়গায় অবৈধ ভাবে গড়ে ওঠা কয়েকশ কাঁচা, পাকা স্থাপনা গুড়িয়ে দিচ্ছে প্রশাসন । বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলবে গভীর রাত পর্যন্ত।
গত এক সপ্তাহ ধরে এলাকায় মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারনার পরও যে সকল স্থাপনা সরিয়ে নেয়া হয়নি, সেসব অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। পূর্ব রূপসা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এ উচ্ছেদ অভিযান চলবে কুদির বটতলা পর্যন্ত। এ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ (উপ-সচিব), খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান খান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপশী দাস, উপ বিভাগীয় প্রকোশলী মো. আব্দুল মোমেন, উপ সহকারী প্রকৌশলী মশিউর রহমান খান, সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম, মিজানুর রহমান। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় রূপসা থানার ওসি তদন্ত শাহিনুর রহমান, সাব ইন্সপেক্টর (এসআই) ইব্রাহিম, পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 + 7 =