সংগীত শিল্পী আবদুরেহিম হেয়িতে’র বন্দিশিবিরে মৃত্যু

0
479

চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের জনপ্রিয় সংগীত শিল্পী আবদুরেহিম হেয়িতে’র বন্দিশিবিরে মৃত্যুর খবরে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও মুসলিম বিশ্ব।

 

এ ঘটনার পর দেশটির বিভিন্ন বন্দিশিবিরের মুসলিম নির্যাতন বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। সংগীতশিল্পী আবদুরেহিম হেয়িতে’র মৃত্যুর খবর চীন সরকার আনুষ্ঠানিকভাবে এখনও স্বীকার না করলেও আন্তার্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিভিন্ন সোর্সে এই খবর নিশ্চিত করেছে। একটি গানের জন্য চীন সরকারের ক্ষোভের বশবর্তী হন আবদুরেহিম। তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসোয়ি বলেন, এটা আর গোপন কিছু নয় যে, চীনে লাখ লাখ উইঘুরকে নির্বিচারে গ্রেফতার, ক্যাম্পে আটকে রাখা ও মোগজ ধোলাই করা হয়। বন্দিদের সবসময় চাপে রাখা হয়। ২১ শতকে এমন ঘটনা মানবতার জন্য লজ্জাজনক।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =