বিষাক্ত মদ পানে ফের ৪১ শ্রমিক নিহত

0
682

অবি ডেস্কঃ ভেজালযুক্ত মদ পানে ভারতে আবারও ৪১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ভারতের আসাম রাজ্যে নয়জন নারীসহ চা বাগান কর্মীদের এই ‘বিষাক্ত’ দেশি মদ পানে মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আপাতত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু। স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদসংস্থা রয়টার্সকে জানান, প্রায় ১০০ জন ওই বিষ মদ খেয়েছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

গত মাসে বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + twenty =