‘রহস্যময়’ প্রাণীর সন্ধান পাওয়া গেছে আর্জেন্টিনায়

0
764

আর্জেন্টিনায় রহস্যময় এক প্রাণীর সন্ধান পওয়া গেছে। প্রথমে সেটিকে সাপ ভেবে ভুল করেছিলেন মারিয়া জুলিয়া কান্দোত্তি। কিন্তু পরে প্রাণীটিকে খুঁটিয়ে দেখে তিনি বুঝতে পারেন, এমন জীব তিনি কখনও দেখেননি।

 

সঙ্গে সঙ্গে তার ছবি তোলেন মারিয়া। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার উত্তর-পূর্বাঞ্চলের সান্তা ফে প্রদেশের সান জেভিয়ার শহরের কাছেই। মারিয়া জুলিয়া কান্দোত্তি নামের ওই কৃষক ধানক্ষেতে কাজ করতে গিয়ে প্রাণীটির দেখা পান। সাপের মতো চেহারার ওই প্রাণীটির চমড়া অস্বাভাবিক রকমের কোঁচকানো। তার উপরে তার দাঁতগুলো মানুষের দাঁতের মতো। মারিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিকটবর্তী নদী থেকে প্রাণীটি ধানক্ষেতে চলে এসেছিল। ফেসবুকে তিনি জানান, সেটি যে ঠিক কী, তা তাঁরা জানেন না। তবে প্রাণীটিকে দেখে তাঁদের রীতিমতো ভয় করছিল, সে কথা তিনি তাঁর পোস্টে লিখেছেন। পরে বিশেষজ্ঞরা মারিয়ার পোস্টটি দেখে জানান, প্রাণীটি সাপ নয়। এটি এক রকমের মাছ। এটির নাম সাউথ আমেরিকান লাংফিশ। এর বৈজ্ঞানিক নাম ‘এপিডোসাইরেন প্যারাডক্সা’। এই মাছ সরাসরি বাতাস থেকে শ্বাস নিতে পারে। কাদাপানি বা কম স্রোতের পানিতে এদের পাওয়া যায়। পাবলো স্কারাবোত্তি নামের এক বিজ্ঞানী জানিয়েছেন, এই মাছ ‘আমেরিকান মাড ফিশ’ নামেও পরিচিত। দক্ষিণ আমেরিকাতেই এদের দেখা যায়। তাঁর মতে, এই মাছ কাদা দিয়ে এক রকমের গুহা তৈরি করে তার মধ্যে দু’তিন বছর কাটিয়ে দিতে পারে। এদের দাঁত খুবই শক্ত। এ দিয়ে তারা কাঁকড়া বা শামুকের শক্ত খোলা ভেঙে ফেলতে পারে। কাঁকড়া ও শামুকই এদের প্রধান খাদ্য। এদের মূল আবাস আমাজন নদে। তবে দক্ষিণ আমেরিকার অন্যান্য নদীতেও এদের দেখা মেলে কখনও কখনও।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

6 + five =