প্লেন ছিনতাইকারী পলাশ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন

1
1071

পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত কবিতা অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’ অভিনয় করেছিলেন বিমান ছিনতাইকারী পলাশ। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ।

 

কবর চলচ্চিত্রে নাতি ভুমিকায় অভিনয় করেন পলাশ। এলাকায় পলাশ নামে পরিচিত হলেও ঢাকায় তিনি মাহিবি জাহান নামে পরিচিত ছিলেন। পলাশের ফেসবকু আইডি থেকে জানা যায়, স্বল্পদৈর্ঘ্য কবর চলচ্চিত্রের সাথে জড়িত ছিলেন তিনি। এ নিয়ে গত ২০১৭ সালের অক্টোবরে একটি ছবি দিয়ে ফেসবুকে পোস্টও দেন। এরআগে সকালে বিমানের উড়োজাহাজ ছিনতাইকারীর ফিঙ্গার প্রিন্ট অনুসন্ধান করে র‍্যাবের ডাটাবেইজের একজনের তথ্যাদির সঙ্গে মিল পাওয়া যায় বলে জানায়। তথ্য অনুযায়ী, ছিনতাইকারীর নাম মো: পলাশ আহমেদ, পিতা: পিয়ার জাহান সরদার, ঠিকানা: দুধঘাটা, পিরিজপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। র‍্যাব আরও জানায়, উক্ত বিমানের পেসেঞ্জার লিস্ট অনুযায়ী ছিনতাইকারী অভ্যন্তরীণ রুটের (ঢাকা-চট্টগ্রাম) যাত্রী ছিল। নাম উল্লেখ ছিল AHMED/MD POLASH. সিট নং ছিল-17A. এদিকে আরও জানা যায়, বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শিমলা তার স্ত্রী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =