চাটখিলে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন মোঃ বিল্লাল চৌধুরী

0
543

স্টাফ রিপোর্টারঃ গত ১ মার্চ ২০১৯ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।সভায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের চূড়ান্ত নামের তালিকায় নোয়াখালীর চাটখিল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ও চাটখিল উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ বিল্লাল চৌধুরী এর নাম ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর মোঃ বিল্লাল চৌধুরী বলেন, আমাকে দলীয় ভাবে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য প্রথমেই দেশনেত্রী বঙ্গবন্ধুর যোগ্য কন্যা শেখ হাসিনাকে এই জনপদের মানুষের পক্ষ থেকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞা। আমাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জননেত্রী এই উপজেলার আপামর জনসাধারণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছেন। মোঃ বিল্লাল চৌধুরী দলীয় মনোনয়ন পাওয়ার আগ থেকেই ভোটারদের সঙ্গে মতবিনিময় করে আসছেন। উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে পথসভাও করতে দেখা গেছে তাকে। ভোটের মাঠে নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ওইসব এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেছেন। এছাড়াও প্রতিনিয়তই তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌঁছে দিচ্ছেন এলাকাবাসীর কাছে। তিনি বলেন, আমি কলেজ জীবনে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগে যোগ দিই। এরপর থেকে আ’লীগের রাজনীতি আমার ধ্যান ও জ্ঞান। আমি এই জনপদের মানুষের কাছে একটি পরিচিত মুখ। উপজেলাবাসী একজন শিক্ষিত, সৎ, যোগ্য ও নতুন মুখকে দেখতে চেয়েছিলেন। আজ গনগণের সেই আশা দেশনেত্রী শেখ হাসিনা পূরণ করেছেন। পরিশেষে তিনি বলেন, আমি আশা করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এই উপজেলার সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য সার্বিক সহযোগিতা করবেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + eight =