ডাক্তার পরিচয় দিলেও তার নেই কোনো বৈধ সনদপত্র

9
555

ডাক্তার ফাহমিদা আলম। নামের পাশে পদবির ডিগ্রি হিসেবে লেখা ‘এমবিবিএস ও এফসিপিএস’। নিজেকে অভিজ্ঞ ডাক্তার পরিচয়েই দিনের পর দিন রোগীদের সঙ্গে প্রতারণা করেছে।

 

ডাক্তার পরিচয় দিলেও তার নেই কোনো বৈধ সনদপত্র। এমনই এক ভুয়া ডাক্তারকে মঙ্গলবার রাতে আটক করেছে র‌্যাব। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কদমতলীপুল এলাকার এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় তাকে আটক করা হয়। র‌্যাব-১১ এর কার্যালয়ের এএসপি জসিম উদ্দিন বলেন, সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুল ইসলামের নেতৃত্বে এম হোসেন জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় আটক ফাহমিদা তার ডাক্তারি অভিজ্ঞতার কোনো বৈধ সনদপত্র দেখাতে পারেননি। এমনকি ওই হাসপাতালেরও নেই প্রয়োজনীয় কোনো নথিপত্র। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফাহমিদাকে ছয় মাসের কারাদণ্ড ও হাসপাতালটি সিলগালা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + seven =