উজিরপুরে নৌকা প্রতীকের উঠান বৈঠকে জনতার ঢল

0
565

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার উঠান বৈঠক এক পর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়। শনিবার সন্ধ্যার পরে শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শিকারপুর বন্দরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস।

 

বক্তৃতা করেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, পৌর মেয়র ও যুবলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য উর্মিলা বাড়ৈ, যুগ্ম সম্পাদক এ্যাডঃ সালাউদ্দিন শিপু, এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা, ভাইস চেয়ারম্যান প্রার্থী অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিউটি খানম, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, শিকারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রহিম মাষ্টার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, উপজেলা শ্রমিকলীগ আহবায়ক আনোয়ার হোসেন খান, ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী, শিকারপুর বাজার কমিটির সভাপতি হেমায়েত মুন্সি, সাধারণ সম্পদক আঃ করিম খান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাকিল মাহমুদ বাচ্চু, সরকারি শেরে বাংলা কলেজ ছাত্রলীগ সভাপতি শাকিল মাহমুদ আউয়াল, ইউপি সদস্য ফরিদ হোসেন, আওয়ামীলীগ নেতা লাবু আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল সহকারে উঠান বৈঠকে মিলিত হলে কানায় কানায় পূর্ণ হয়ে জনসমূদ্রে রূপ নেয়।

এ সময় প্রধান অতিথি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মমতাময়ী মা, বাংলাদেশে উন্নয়নের জন্য বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহন করেছেন। মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে উপজেলা পরিষদকে ঢেলে সাজাতে নৌকা প্রতীকে আঃ মজিদ সিকদার বাচ্চুকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান। তিনি আরো জানান, দলের মধ্যে সামান্যতম দ্বিধাদ্বন্ধ থাকলেও দিন দিন সবকিছুর পরিবর্তন হচ্ছে। এক পর্যায়ে নৌকার কোন বিকল্প থাকবে না। এ ছাড়া বিকালে বড়াকোঠা ইউনিয়ন ডিগ্রি কলেজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + one =