লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার নতুন ভবণ উদ্বোধন থানায় কেউ বেড়াতে আসেনা ,থানা হবে সেবার কেন্দ্র বিন্দু লক্ষ্মীপুরে পুলিশ মহাপরির্দশক ডা. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

0
728

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নতুন ভবণ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে নব নির্মিত ভবণটি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী পি.পি.এম (বার)। পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ডা. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পিপিএম (বার) বলেছেন,থানায় কেউ বেড়াতে আসেনা,বিপদে পড়ে আসে। থানা হবে সেবার কেন্দ্র বিন্দু। থানা ভয়ের জায়গা নয়,লোকজন আসবে,সেবা নিতে। কিন্তু এ সেবা নিতে গিয়ে কোন নিরীহ লোকজন হয়রানীর শিকার হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সামনে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ পেশাগত দায়িত্ব পালন করবে এবং নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করার নির্দেশ দেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, চট্রগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম,পিপিএম,অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন মাহমুদ,জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল কবির, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু প্রমূখ। এছাড়া আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ স্থানীয় এলাকাবাসীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × two =