সিদ্ধিরগঞ্জে সুগন্ধা হাসপাতালে রোগীদের হয়রানির অভিযোগ

0
706

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডে হালিমা মার্কেটে অবস্থিত সুগন্ধা হাসপাতালের বিরুদ্ধে রোগীদের হয়রানির অভিযোগ উঠেছে আবারও। রোগীদের সাথে খারাপ ব্যবহার করা এবং যে কোন অপারেশন করিয়ে মোটা অংকের টাকা দাবী করা যেন তাদের নিত্যদিনের অভ্যাসে পরিনত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাদেরকে তাদের পালিত ক্যাডার দিয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে জানা যায়। জানা যায়, সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড সুগন্ধা হাসপাতাল র্দীঘদিন যাবৎ রোগীদের বিভিন্ন ভাবে হয়রানি করছে। রহস্যজনক কারনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন এই হাসপাতালের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেনা। সুগন্ধা হাসপাতালের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় কয়েকজনের প্রান হারানোর অভিযোগ উঠেছিলো। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ জোরালো কোন ব্যবস্থা নিচ্ছেনা।

 

সুগন্ধা হাসপাতাল চিকিৎসার নামে যেন এক মরণ ফাঁদ। এই হাসপালের কয়েকজন ডাক্তার রোগীদের সব ধরনের চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে জানা যায়, সুগন্ধা হাসপাতালের শেয়ার হোল্ডার এবং মিজান  উদ্দিন মনোরোগের ডাক্তার অথচ উনি সবাইকে সব ধরনের চিকিৎসা দিয়ে থাকেন। সুগন্ধা হাসপাতালের বেশির ভাগ মালিকরা বিএনপি জামাত পন্থী। তাদের এসব অপকর্ম ঢাকতে প্রতিবাদী মানুষকে হাবিবুল্যাহ হবুলের নাম ব্যবহার করছে এই চক্রটি। সুগন্ধা হাসপাতাল যে ভবনে অবস্থিত সেই হালিমা সুপার মার্কেটের মালিক হাবিবুল্যাহ হবুল। চক্রটি হাবিবুল্যাহ হবুলের নাম ভাঙ্গিয়ে একের পর এক নিজেদের স্বার্থসিদ্ধি করছে। সচেতন মহলের দাবী এই সুগন্ধা হাসপাতালের ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা গেছে এবং রোগীদের বিভিন্ন ধরনের হয়রানি করছে তাই হাসপাতালটি সিলগাল করে তাদের আইনের আওতায় আনা দরকার। তা না হলে বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ অপচিকিৎসায় কারনে জীবন হুমকি মুখে দাড়াতে পারে। ভুক্তভোগীদের দাবী সুগন্ধা হাসপাতাল বন্ধ করে দেওয়া হউক এবং মালিকপক্ষ বিএনপি জামাত পন্থীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হোক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 + fourteen =