শ্রীনগরে মাঝি-মাল্লারাই ডুবাল নৌকা, জিতলো বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান মামুন

0
608

শ্রীনগর (মুন্সীগঞ্জ) শাজাহান খান: গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের মনোনীত নৌকা প্রার্থীর হয়ে নেতা কর্মীদের একত্রে স্বতস্ফুত ভাবে কাজ করতে দেখা গেলেও। মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে ঘটেছে তার ব্যতিক্রম । উপজেলা পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থী নৌকা প্রতীক না পাওয়ায়। আওয়ামী লীগ নেতা কর্মীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যার যার পছন্দ সই আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের হয়ে কাজ করেছেন।

 

নৌকা প্রতীক পেয়েও ভোটের মাঠে উপজেলা সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন নেতা কর্মীদের অভাবে প্রচার-প্রচরনা চালাতে পারেননি। ফলে মাঝি-মাল্লারাই নৌকা প্রতীক প্রার্থীকে ডুবিয়েছে বলে স্থানীয় প্রবীণ আওয়ামী লীগ নেতারা মনে করছেন। তাই, শেষ পর্যন্ত ভোটের ফলাফলে সব হিসেব নিকেষ পাল্টে দিয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, শান্তি পূর্ণ পরিবেশে ৫ম উপজেলা পরিষদের নির্বাচনে সর্বমোট ২ লক্ষ ১৮ হাজার ২৫২ ভোটা ছিল। এর মধ্যে শ্রীনগর উপজেলা পরিষদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মসিউর রহমান মামুনের আনারস প্রতীক ৩৪ হাজার ৮৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদন্দী মোঃ জাকির হোসেনের দোয়াত কলম প্রতীক ৩১ হাজার ৯১৪ ভোট পেয়েছে। নৌকা প্রতীক মোঃ তোফাজ্জল হোসেন পেয়েছে ১৪ হাজার ৮৭০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে মোঃ ওয়াহিদুর রহমান জিঠু ৪৪ হাজার ৩৭৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেহানা বেগম কলস প্রতীক নিয়ে ৩৪ হাজার ৭৯৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven + 13 =