ইটভাটায় অভিযান,জরিমানা ও কাঠ জব্দ

0
637

চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার এগারো মাইল এলাকার বন বিভাগের রিজার্ভ ফরেস্টের পশ্চিমে অবস্থিত “মেসার্স শেরে বাংলা” নামক ইট ভাটায় শনিবার (৬ এপ্রিল) ঘটিকা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে ঐ ইটভাটা থেকে ৫হাজার ঘনফুট কাট জব্দ করা হয় যার মূল্য আনুমানিক ৫লক্ষ টাকা।কাঠ জব্দের পাশাপাশি জ্বালানি হিসেবে ৮০ ভাগ কাঠ ব্যবহারের কারণে ইটভাটা মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে রুহুল আমিন প্রতিবেদক কে বলেন, ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ এর ধারা-৬ অনুযায়ী মেসার্স শেরে বাংলা নামক ইট ভাটাতে অভিযান পরিচালনা করি। সেখান থেকে ৫হাজার ঘনফুট কাঠ জব্দ করি যার মুল্য আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা।এই ইট ভাটায় শুধুমাত্র জ্বালানি হিসেবে ৮০ ভাগ কাঠ ব্যবহারে ইটভাটা মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা করি। সেই সাথে ইট ভাটার মালিকদের অনুরোধ করা যাচ্ছে যে” ইট ভাটায় জ্বালানি কাঠের ব্যবহার নিষিদ্ধ তাই সকল ইট ভাটার মালিক কে আইন মেনে ইট প্রস্তুতের করার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 4 =