অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

0
546

ফেনীতে ভবনে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার এনএম আবদুল্লাহ আল মামুন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঝুঁকিতে রয়েছে। এ নিয়ে ফেনীর তালাশে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। গতকাল মঙ্গলবার ভবন মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করতে ফায়ার সার্ভিসের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। শহরের ট্রাংক রোডস্থ সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন আল আহাদ চক্ষু হাসপাতালে অভিযান চালায়। এ সময় অগ্নিনির্বাপন ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের অনুমোদন না থাকায় আল আহাদ চক্ষু হাসপাতালের ম্যানেজার আবুল হাসনাতের ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মহিপাল হোটেল সিটি ইন এ অভিযান চালায়। হোটেলের বিভিন্ন কক্ষে অগ্নিনির্বাপন ব্যবস্থা না থাকায় ও মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার রাখায় ম্যানেজার জামশেদ আলমের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন ও পৌরসভার সার্ভেয়ার মো. বোরহান উদ্দিনসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনএম আবদুল্লাহ আল মামুন জানান, ভবনে স্যাপ্টি আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি। মানুষের সচেতনতার জন্য এ কার্যক্রম অব্যাহত থাকবে। ফায়ার সার্ভিস ও ভোক্তা অধিকার আইনে দুই প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 − eight =