পুলিশ ইয়াবার একটি পুটলা দিয়ে খোকনকে ফাঁসানোর চেষ্টা করে

1
448

ময়মনসিংহের গৌরীপুরে এক ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার রাত পৌণে ১০টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

পরে রাত সাড়ে ১০ টা থেকে ১২টা পর্যন্ত তাদের আটকে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। আটককৃতরা হচ্ছেন- গৌরীপুর থানার এসআই আবদুল আউয়াল, এসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার হোসেন ও কামরুল এবং কনস্টেবল আল আমিন। তবে এস আই রুহুল আমিন ও কনস্টেবল আল আমিন এক পর্যায়ে কৌশলে সটকে পড়েন। পরে রাত দুইটার দিকে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাকী তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে যান। এদিকে এ ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সোমবার দুপুরে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী। স্থানীয়রা জানান, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে ব্যবসায়ী খোকন মিয়া (৩০) ইয়াবা বিক্রি করেন বলে গৌরীপুর থানার পুলিশকে তথ্য দেওয়া হয়। এমন তথ্যে গৌরীপুর থানার এসআই আবদুল আউয়ালেরর নেতৃত্বে এসআই রুহুল আমিন, এএসআই আনোয়ার হোসেন ও কামরুল এবং কনস্টেবল আল আমিন রামগোপালপুর বাজারে খোকনের দোকানে যান। এক পর্যায়ে সাদা পোশাকের পুলিশ সদস্যরা খোকনের দোকানে তল্লাশি শুরু করলে স্থানীয়রা এগিয়ে যান। এরপর খোকনের দোকানে একটি পুটলি পাওয়া যায় বলে পুলিশ জানালে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান খোকন ও উপস্থিত লোকজন। এ সময় খোকনকে থাপ্পর ও বুকে ঘুষি দিলে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর পুলিশ সদস্যদের ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এক পর্যায়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করেন তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও রামগোপালপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জনি। পরে তারা পরিস্থিতি শান্ত করলে স্থানীয়রা ১২টার দিকে সড়ক অবরোধ তুলে দেন। স্থানীয় ফারুক হাসান নামের এক ব্যবসায়ী জানান, পুলিশ ইয়াবার একটি পুটলা দিয়ে খোকনকে ফাঁসানোর চেষ্টা করে। এসময় ভুক্তভোগী খোকনকে মারপিট করলে সে অজ্ঞান হয়ে পড়ে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × five =