গাজীপুর পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার

1
506

আঃ জলিল বেপারী: গাজীপুর মহানগর পূবাইল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হাসনাত খন্দকারের নেতৃত্বে এস.আই মোঃ রাজিব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ০৬-০৫-২০১৯ইং তারিখ রাত ১২:০০ ঘটিকার সময় ডাকাতির প্রস্তুতিরকালে পূবাইল থানার হায়দরাবাদ নিমতলা ব্রিজের পূর্বপাশের এলাকা থেকে ৩জন ডাকাতকে হাতে নাতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে এবং তাদের জিঞ্জাসাবাদে ২জনকে পূবাইলের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেন। ডাকাতি করার জন্য তারা প্রস্তুতি নিতে ছিল। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ২টি, লোহার তৈরী একপাশ ধারালো ছেন-দা যাহার ৭ ইঞ্চি কাঠের বাটসহ লম্বা ২ফিট ১ ইঞ্চি। ১টি চামড়ার কভারসহ পিস্তল সাদৃশ্য কালো রঙের গ্যাস লাইটার, ১টি ৫ ইঞ্চি খিলের বাটসহ সুইচ গিয়ার চাকু যাহার দৈর্ঘ্য ৮ইঞ্চি, বাট বিহীন ১টি গ্রিলের চাকু যাহার দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং একপাশ ধারালো এবং বিভিন্ন মডেলের ৮টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রানা (২০), সজিব মিয়া (১৮), রানা মিয়া (১৮), আকাশ সরদার (১৮), আইনুল ইসলাম (১৮) এই বিষয়ে পূবাইল থানার এস.আই মোঃ রাজিব হোসেন বাদী হয়ে ৩৯৯/৪০২ ধারায় একটি নিয়মিত ডাকাতি মামলা রজু করেন। যাহার মামলা নাম্বার ২(৫)২০১৯ তারিখ ০৬-০৫-২০১৯ইং। উক্ত মামলাটি তদন্ত ভার গ্রহন করেন পূবাইল থানার এস. আই মোঃ দিদার আলম। তিনি মামলার তদন্তকারী কর্মকর্তা হিসাবে ৭দিনে পুলিশ রিমান্ড চাহিয়া উক্ত আসামিদের কে আদালতে প্রেরণ করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − fourteen =