দাঁতগুলি চিংড়ি, কাঁকড়া, ঝিনুকের মতো প্রাণির শক্ত খোল ভেঙে দিতে পারে

1
632

অদ্ভুত এক ঘটনার স্বাক্ষী হলেন মালেহ বুরোস নামের এক নারী। যুক্তরাষ্ট্রের জর্জিয়ার সিমন্সদ্বীপে পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেখানের এক অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন তিনি। মালেহ বুরোস জানিয়েছেন, সমুদ্রের পাড় দিয়ে হাঁটছিলেন তিনি।

 

সে সময় স্রোতের সঙ্গে একটি মরা মাছ ভেসে আসে। প্রথমে মাছটিকে অন্য পাঁচটা সাধারণ মাছের মতোই মনে হয়েছিল। কিন্তু নিজের তিন বছরের সন্তানকে মাছটি দেখাতে সামনে গিয়ে, চমকে উঠেন। মাছটির কাছাকাছি যেতেই দেখেন, ওই মাছটির চোয়ালে মানুষের মতো দাঁত। সাধারণত মাছের দাঁত বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু ওই মাছটি যেখানে পড়ে ছিল, বাইরে থেকেই দেখা যাচ্ছিল সেটির দাঁত। ওই নারীর দাবি, ওই মাছের দাঁতগুলো মোটেই স্বাভাবিক মাছের দাঁতের মতো ছিল না। সেগুলো দেখতে একদম মানুষের দাঁতের মতো ছিল। মাছের চোয়ালে মানুষের মতো দাঁত দেখে চমকে ওঠেন তারা। সে সময় সামনে যারা ছিলেন সবাইকে মাছটি দেখান তারা। সেখানে উপস্থিত সকলেই জানান এমন মাছ তারা এর আগে কোনো সময় দেখেননি। এটি একটি শিপশেড বলে জানা গেছে। এই মাছ ৭৬ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। মাছগুলো জন্মের পর ৪.৫ মিলিমিটার লম্বা হলেই তাদের দাঁত গজাতে শুরু করে। বড় হলে এই দাঁতগুলি চিংড়ি, কাঁকড়া, ঝিনুকের মতো প্রাণির শক্ত খোল ভেঙে দিতে পারে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nineteen − 1 =