সরকারী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

1
644

ধামরাইয়ের কাতর বারিল্যায় লীজ/বন্দোবস্তর জায়গার মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করার অভিযোগ উঠেছে।

 

স্বরজমিনে গিয়ে দেখা যায় ঢাকা জেলা ধামরাই ‍উপজেলার কুল্লা ইউনিয়নের কাতর বারিল্যা মৌজার ১ নং খতিয়ান ভুক্ত ৫৬ নং দাগের সহ মোট ৭৩ শতাংশ ভুমি ৭৬২৩ দলিল মূলে তাহাদের নামে লীজ বন্দোবস্ত নিয়াছে যাহা সরকারী নিয়ম অনুযায়ী ডেপুটি কমিশনারের লিখিত অনুমতি ছারা মাটি কাটা খাল- নালা ভরাট কিংবা কোন প্রতিরোধ করিতে পারিবে না . এসব আইন অমান্য করে বারিল্যা গ্রামের নূর মোহাম্মদ ওমর আলী- ইসমাইল-রাজ্জাক কতিপয় লোকেরা যোগ সাজশে ভেকুদিয়ে মাটি কেটে আশপাশের জনসাধারনের মালিকানা বসত বাড়ী ব্যপক ক্ষতি সাধন করছে!ফলে গ্রাম বাসী এক হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন যা ধামরাই থানার ওসি কে মাটি কাটা বন্দের জন্য ব্যবস্হা নেয়ার জন্য বলেছেন। আর এসব তোয়াক্কা না করে মাটি খেকুরা মাটির কেটে আশপাশের ঘরবাড়ী নষ্ট করেই এসব করছে তাই বারিল্যা গ্রাম বাসির দাবি আমাদের ঘর বাড়ী রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাই আর ভারাটিয়া যারা দালালি করে সরকারী মাটি কেটে নিচ্ছে তাদের সঠিক বিচার চাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × four =