পুষ্পধারার প্রতারনায় ভিআইপিদের প্রচারনা

1
1149

মো: আহসানউল্লাহ হাসান: টিভি,ফেইজবুক,পত্রিকা সহ যে কোন মাধ্যমেই চোখ রাখলে দেখা যায় কোন না কোন প্রতারনার ঘটনা। আর প্রতারনার ঘটনা গুলো এতটাই মর্মান্তিক ও দুর্ধর্ষ যে মানুষের কল্পনাকেও হারমানায়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সচিব, ম্যাজিষ্ট্রেট, র‌্যাব, পুলিশ, ডিবি, সিআইডি সহ বিভিন্ন পর্যায়ের ভিআইপি লোকজনের ব্যক্তিগত বা অফিসিয়াল তথ্য ডিজিটাল কায়দায় চুরি করে প্রতারক চক্রের সদস্যরা নিত্যনতুন প্রতারনার মাধ্যমে সাধারন মানুষকে সর্বশান্ত করে পথের ফকির বানাচ্ছে। এমনই এক ডিজিটাল প্রতারক পুষ্পধারার এমডি সৈয়দ আলী নুর। মন্ত্রী, এমপি, জেলা প্রশাসক, চিত্র নায়ক সহ এমন অনেক ভিআইপি লোকজনের সেলফি তুলে নিজের প্রতিষ্ঠান পুষ্পধারা প্রোপার্টিজ লি: এর ফেইজবুক পেজে বিভিন্ন কমেন্টস সহ পোষ্ট করে সাধারন লোকজনকে আকৃষ্ট করে প্রতারনার ফাঁদে টেনে আনেন। আর মিথ্যা স্বপ্ন দেখিয়ে হাতিয়ে নেন কোটি টাকা। টাকা হাতিয়ে নিতে প্রতারনার এমন কোন ফাঁদ নেই যা, তারা ব্যবহার করে না। আর গ্রাহকের কপালে জুটে শুধুই কান্না আর কানা।

অনুসন্ধানে জানা গেছে, পুষ্পধারার আলী নুর প্রতারনার ফাঁদে ফেলাতে ঢাকা-মাওয়া রোডের পদ্মা সেতু সংলগ্ন এলাকায় গ্রাহকদের নিয়ে সমাবেশ, মতিঝিলে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে উপস্থিত রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ইউনুস আলী, মহাব্যবস্থাপক আবদুল কাইয়ুম, বাংলাদেশ ব্যাংকের জিএম ইসহাক আলী, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিএম রফিকুল ইসলাম, ডিজিএম বিষ্ণুপদ বিশ্বাস, ডিজিএম সিরাজুল ইসলাম, ডিজিএম আবদুল হালিম, ডিজিএম নেসার আহমেদ ভূঁইয়া, ডিজিএম শিকদার সিদ্দিকুর রহমানের মতো ব্যক্তিবর্গকে। যাদের উপস্থিতি দেখে সাধারন গ্রাহকরা খুব সহজেই পুষ্পধারাকে বিশ্বাস করে। আর বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার উক্তি যদি এমন হয় “নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন পদ্মা সেতু ঘিরে আমাদের এ আবাসন প্রকল্প”। তাহলে কে না শুনবে তার কথা। সাধারন গ্রাহকদের বিশ্বাস অর্জন করাতে এমন কয়েকটি কথাই যথেষ্ট। এই সুযোগে সহজ কিস্তির নামে পুষ্পধারা গ্রাহকদের নিকট থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
এমডি সৈয়দ আলী নুরের ঘোষণা ‘পুষ্পধারা হবে পদ্মাসেতুর অলঙ্কার’ ‘স্বপ্ন সত্যি হবেই’ এ শ্লোগানকে সামনে রেখে ১৫শ গ্রাহক নিয়ে সমাবেশ করে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। এতে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ইউনুস আলী বলেন, পুষ্পধারার গ্রাহকরা পুষ্পধারার মাধ্যমে তাদের আবাসন সুবিধার স্বপ্ন পূরণ করতে পারবেন। এটাও পদ্মাসেতুর মতো বাস্তবতা। আমরা আশাবাদী পদ্মা এলাকায় গড়ে ওঠা পুষ্পধারা হবে পদ্মাসেতুর অলঙ্কার। এখন বাস্তবতা হলো নামি দামী এমন লোকজন দিয়ে অনুষ্ঠানে এসব কথা বলিয়ে সাধারন মানুষের চোখে ধুলো দেয়াই পুষ্পধারা প্রধান উদ্দেশ্য মাত্র। কারন মানুষ নিজের বিবেকের চিন্তা যতটা না করে, তার চাইতে ক্ষমতাবান অন্যদের কথায় বেশী বিশ্বাস করে তাদের প্রতি আসক্ত হয়। আর এই সুযোগটিই আলী নুর গ্রহন করেছে প্রতারনার মাধ্যম হিসেবে। সেই লক্ষেই নামী দামী লোকজন দিয়ে ঝিকঝাক অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে অবিরত।
অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড আবাসন ব্যবসার নীতিমালা তোয়াক্কা না করেই অল্প কিছু জমি ক্রয় করে প্লট ব্যবসার নামে অন্যের জমি ভাড়া নিয়ে চটকদার সাইনবোর্ড লাগিয়ে জনগনের দৃষ্টি আকর্ষণ করে হরদম চালিয়ে যাচ্ছে প্রতারনা। কি পরিমান জমির লে-আউট নিয়ে এই ব্যবসা শুরু করেছেন এমন প্রশ্নে এই কোম্পানীর কর্মকর্তারা সাবলীল উত্তর দেয়, ভাই আমরা কিছু জমি কিনে নিয়েছি আর ভবিষ্যতে আরো জমি ক্রয় করবো। কিন্তু আবাসন ব্যবসার নির্ধারিত জমির মালিকানার উপর সংশ্লিষ্ট ১৯টি দপ্তরের অনুমোদন নিয়ে লে-আউট প্ল্যান তৈরি করে গ্রাহকের নিকট প্লট বিক্রি করতে হয়। কিন্তু পুষ্পধারার ক্ষেত্রে এমন কোন নিয়মের লেশ মাত্র খুজে পাওয়া যায়নি। অথচ তারা মানুষের কাছে পদ্মা সেতুর মতো উন্নয়ন প্রকল্পকে প্রচারনার কাজে ব্যবহার করে। একটি সুত্র জানায়, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড এযাবৎ নিজেদের কোম্পানীর নামে শ্রীনগর ভুমি অফিসের মৌজাধীন এলাকায় জমি কিনেছে প্রায় ৭০শতাংশ। যেখানে প্লট বানালে সর্বোচ্চ প্লট হতে পারে ১৫টির মতো। কিন্তু প্রতারক কোম্পানী প্রতিষ্ঠালগ্ন সময় হতে রাজধানী ঢাকা শহরের নামিদামী হোটেল ও ভিআইপি লাউঞ্জ ভাড়া নিয়ে জমকালো মেলার আয়োজন করে সহজ কিস্তিতে এপর্যন্ত ১৫শর উপরে প্লট বুকিংয়ে বিক্রি করেছে বলে একাধিক সুত্র জানায়। যার পুরো পরিকল্পনাটাই ঠকবাজি আর প্রতারনায় ভরপুর। কারন এই মুহুর্তে পুষ্পধারা সহজ কিস্তির মাধ্যমে গ্রাহকের কাছে প্লট বুকিং দিয়ে যেই টাকা হাতিয়ে নিচ্ছে সেই টাকা বা প্লট অদুর ভবিষ্যতে কখনোই গ্রাহক ফেরত পাবেনা। আর আসল ঘটনা হলো এই মুহুর্তে যারা প্রষ্পধারা নিকট জমি ভাড়া দিয়েছে সাইনবোর্ড লাগানোর জন্য তাদের জমিও একদিন এই হায় হায় কোম্পানী গ্রাস করবে। যা ইতিপূর্বে দেশের নামিদামী আবাসন কোম্পানীগুলো জনগনের জমি জোড়পূর্বক দখল করে নিয়েছে। জনগনের টাকা হাতিয়ে নিয়ে ঐ টাকা দিয়ে আবার জনগনের উপরই নির্যাতন করার বহু রেকর্ড ভুমিদস্যু কোম্পানীগুলো বিরুদ্ধে পাওয়া গেছে। জনগনকে নিঃস্ব করার এক ডিজিটাল ফাঁদ হচ্ছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। এই কোম্পানীর চেয়ারম্যান, এমডি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশের বড় বড় দুর্নীতিবাজ গডফাদারদের নিকট আত্মীয়। তাদের ক্ষমতার জোড় অনেক উপরে। তাদের অন্যায়ের প্রতিবাদ করে কেউ সুবিধা করতে পারেনা। তারা একবার টাকা হাতিয়ে নিজেদের পকেটে নিতে পারলে ঐ টাকা আর কখনোই কেউ ফেরত আনতে পারবে না গ্রাহকরা। কারন তারা খুব সুক্ষè কৌশলে জনগনের নিকট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। পুষ্পধারা প্লট বুকিংয়ের মাধ্যমে জনগনের নিকট থেকে যেই টাকাটা নিচ্ছে তার বিপরীতে জনগনকে তারা দিচ্ছে কোম্পানীর নামের উপরে একটুকরো রশিদ ভাউচার। আর এই ভাউচার হবে ঐ সমস্ত জনগনের গলার তাবিজ মাত্র। কোম্পানী টাকা বা জমি বুঝিয়ে না দিলে এই তাবিজ ব্যবহার করে জনগন হাজার বছরেও তার সমস্যার সমাধান পাবে না। কারন ডেসটিনিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে এমন তাবিজ অন্তত ২০ লাখ গ্রাহক পেয়েছে। ডেসটিনির তাবিজ গলায় ঝুলিয়ে ২০ লাখ গ্রাহক শুকিয়ে শুটকি মাছ হলেও ডেসটিনির কর্মকর্তারা কিন্তু খুবই আরাম আয়েশে দিন পার করছে। এদের নামে মামলা হয়েছে ঠিকই তবে এরা জনগনের থেকে হাতিয়ে নেয়া ঐ টাকা খরচ করে জামিনে বেরিয়ে এসে এখন রয়েছে মহা সুখে। পুষ্পধারাও ঠিক একইভাবে জনগনকে নিঃস্ব বানাবে এতে কোন সন্দেহ নেই বলে জানিয়েছে ঐ প্রতিষ্ঠানের কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। রাস্তার মোড়ে মোড়ে সহ পত্রপত্রিকায় বা টিভিতে পুষ্পধারা চোখ ধাঁধানো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে যারা তাদের তিল তিল করে জমানো টাকা পুষ্পধারার হাতে তুলে দিচ্ছে ভবিষ্যতে তাদের চোখে কান্না করার মতো পানিটুকু থাকবেনা বলে মনে করছে সচেতন মহল ।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলীনূর ইসলাম বলেন, পুষ্পধারা প্রতিষ্ঠার পর থেকে অল্প সময়ে গ্রাহকের আস্থা অর্জন করতে পেরেছে। আমরা বিশ্বস্ততার সঙ্গে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। গ্রাহকের নিকট থেকে টাকা নিচ্ছেন কিস্তি আকারে আর প্লট বুঝিয়ে দিবেন ১০/১৫ বছর পরে। যদি নির্ধারিত সময় পরে প্লট বা টাকা ফেরত না দেন তাহলে কি হবে এমন প্রশ্নের উত্তরে আলীনুর কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =