ঢাকা জেলায় ভয়ংকর লুঙ্গীবাহিনীর আবির্ভাব

0
492

কামরুল হাসান রুবেলঃ ঢাকা জেলায় সাধারণ মানুষের নতুন আতঙ্কের নাম লুঙ্গীবাহিনী। ঢাকা জেলায় ভয়ংকর লুঙ্গিবাহিনীর ৫০ ডাকাত দলের সন্ধান পেয়েছে পুলিশ। এরমধ্যে ১৭ জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে এবং দুইজন বন্দুক যুদ্ধে নিহত হয়েছে।

বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারে চলছে পুলিশের সাড়াঁশি অভিযান। আজ সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অপরাধীচক্র সংগঠিত হয়ে ঢাকা জেলার নবাবগঞ্জে ও সাভারে ঘাঁটি স্থাপন করে।

এখান থেকে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি, হত্যা, অপহরণসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল লুঙ্গিবাহিনীর ৫০ জন ডাকাত।

এদের হাত থেকে পুলিশ সগস্যও রেহায় পায়নি। গত ২৩ মে নবাবগঞ্জে ডাকাতি ও জোড়া খুন সংগঠিত হলে পুলিশ তদন্তে মাঠে নামে।

পুলিশের অভিযানে ধরা পরে ডাকাত দলের অন্যতম সদস্য গোপালগঞ্জের গঙ্গারামপুরের মোস্তফা শেখের ছেলে নাসির শেখ (৩৫) এবং একই এলাকার মান্নান মোল্লার ছেলে নূরুল ইসলাম মোল্লা।

এরা পুলিশের কাছে সারাদেশে ডাকাতি, খুন ও অপরাধের ভয়াবহ চিত্র তুলে ধরে। প্রকাশ করে দলের ৫০ সদস্যদের নাম।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − twelve =