চট্টগ্রাম বন্দরনগরীতে ঈদ বিনোদনে উপচেপড়া সব মানুষের ভিড়

0
517

ফয়েজ লেকে কামরুল হাসান রুবেলঃ কনক্রিটের এইকৃত্তিম জীবনে একটু আনন্দ, একটু অবসর, যেন নিজেকে হারিয়ে ফেলি স্বপ্নের রাজ্যে সেই স্বপ্নের রাজ্য যদি হয় ফয়েজ লেক, তাহলে তো আর কথাই থাকে না।হারিয়ে যাই মুক্ত বাতাসে, তাই তো মানুষের সকল ভয়, উদ্বেগ ও উৎকণ্ঠা কাটিয়ে ঈদ উৎসবে মেতেছে ফয়েজলেকের সি ওয়ালডে।বন্দর নগরী চট্টগ্রাম। প্রাণের উৎসবে মেতেছে এই নগরবাসী।


সকাল থেকে নগরবাসী ছুটছে বিনোদন কেন্দ্রগুলোতে। এর মধ্যে অন্যতম হলো ফয়েজলেকের সি ওয়ালড। তীব্র গরম হওয়ায় এখানে নগরবাসী মেতেছে পানি উৎসবে। পানির রাইডগুলো সবচেয়ে বেশি ভিড়। তবে লক্ষণীয় বিষয় হলো নিরাপত্তা। আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এখানে আসা লোকজনদের তল্লাসির পরই ঢুকতে দেয়া হচ্ছে।
পরিবার পরিজন নিয়ে সকলে আসছেন ঈদের আনন্দ উপভোগ করতে। শুধু চট্টগ্রাম নয় তার আশপাশের জেলা এবং রাজধানী ঢাকা থেকেও অনেকে এসেছেন ঈদের আনন্দ উপভোগ করতে।
অপরদিকে ঢাকা থেকে আসা খুদে শিশু আয়াত হাসান তার বাঁধভাঙ্গা আনন্দ যেন আকাশ ছুঁয়েছে। সন্তানের এরকম খুশি দেখে বাবা মা ও আনন্দে আত্মহারা।ঈদ যেন আকাশে চাঁদ হয়ে মাটিতে আছড়ে পড়েছে এর মাঝে তিনি খুঁজে পাচ্ছেন ঈদের আনন্দ।


ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর পরিবার পরিজন নিয়ে সেই ঈদের আনন্দ উপভোগ করছে নগরীর ৬০ লাখ নগরবাসী ও এই আনন্দে একাত্মতা প্রকাশ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের ঢল নামে।অবশেষে আনন্দ উচ্ছাস চোখে বুকে নিয়ে ঘরে ফেরা সাধারণ মানুষের। শুধু চট্টগ্রাম নয় তার আশপাশের জেলা এবং রাজধানী ঢাকা থেকেও অনেকে এসেছেন ঈদের আনন্দ উপভোগ করতে।


অপরদিকে ঢাকা থেকে আসা খুদে শিশু আয়াত হাসান তার বাঁধভাঙ্গা আনন্দ যেন আকাশ ছুঁয়েছে। সন্তানের এরকম খুশি দেখে বাবা মা ও আনন্দে আত্মহারা।ঈদ যেন আকাশে চাঁদ হয়ে মাটিতে আছড়ে পড়েছে এর মাঝে তিনি খুঁজে পাচ্ছেন ঈদের আনন্দ।


ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর পরিবার পরিজন নিয়ে সেই ঈদের আনন্দ উপভোগ করছে নগরীর ৬০ লাখ নগরবাসী ও এই আনন্দে একাত্মতা প্রকাশ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের ঢল নামে।অবশেষে আনন্দ উচ্ছাস চোখে বুকে নিয়ে ঘরে ফেরা সাধারণ মানুষের।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 1 =