বানিয়াচঙ্গের এক মহিলাকে বিদেশ পাঠানোর নামে পাচারের অভিযোগ

0
575

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বিদেশ পাঠানোর নামে আমিরুন বেগম নামে এক মহিলাকে পাচারের অভিযোগ এনেমানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।বানিয়াচং উপজেলার কুর্শাখাগাউড়াগ্রামের মোঃ আবুবক্কর ছিদ্দিক বাদী হয়েগত ১আগষ্ট আদালতে মামলাটিদায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, নবীগঞ্জ উপজেলার বড়আলীপুর গ্রামের আমিরআলীর পুত্র সুলতান মিয়া ও জলাই মিয়ার পুত্র মোঃ আতাউর মিয়া পূর্বপরিচয়ের সুবাধে বাদী ছিদ্দিকের বাড়ি আসাযাওয়া করতো। এরা ২০হাজার টাকা বেতনে কাতারে গৃহকর্তীর ভিসা আছে জানিয়ে ছিদ্দিকের স্ত্রী আমিরুন বেগমকে বিদেশ পাঠানোর অনুরোধ জানায়। এক পর্যায়ে ছিদ্দিক রাজি হলে ৫০হাজার টাকায় বিনিময়ে আমিরুন কেকা তার পাঠাতে সম্মত হয়সুলতান ওআতাউর। সে অনুযায়ী গত ১০মে ছিদ্দিক তার স্ত্রীকে কাতার পাঠানোর জন্য নগদ ৫০হাজার টাকা ও ছবি তাদের হাতে তুলেদেন।কিছু দিন পরভিসা এসে গেছে বলে এরা। পরে বিদেশ পাঠানোর জন্ য সিলেট নিয়ে যায় এবং ১৬জুন সিলেট থেকে ফ্লাইটে কাতার না পাঠিয়ে ও মান পাটিয়ে দেয়। ছিদ্দিকের স্ত্রী আমিরুন ফোনে তাকেও মান পাঠানোর জানিয়ে বলে তাকে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে। এদিকে গত ২৫জুলাই আমিরুনকে ও মান থেকে দেশে ফিয়ে আনার অনুরোধ জানায় বাদী ছিদ্দিক। এসময় অভিযুক্তরা তাকে ফিরিয়ে এনে দিতে আরো ৮০হাজার টাকা দাবী করে। এনিয়ে কথা কাটা কাটির একপর্যায়ে ছিদ্দিককে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এর আগে ২০১৬সনে আরশবি বিনামে অপর একমহিলা বাদী হয়ে সুলতান মিয়ার বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − 13 =