সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেয়ার প্রয়োজন নেই : তথ্যমন্ত্রী

0
1095

আজ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ পর পর তিনবার ক্ষমতায়, সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে অতীতে দুঃসময়ে, তারাও আওয়ামী লীগের নৌকায় উঠতে চায়। সবাইকে আওয়ামী লীগের নৌকায় নেয়ার প্রয়োজন নেই। আমাদের দেখতে হবে, দুঃসময়ে কারা দলের সাথে ছিল, শেখ হাসিনার সাথে ছিল। তাদেরই নেতৃত্বে রাখতে হবে। তাদেরকে নিয়েই পথ চলতে হবে।’

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।হাছান মাহমুদ বলেন, ‘যখন ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৪ শতাংশ। সেই অর্থনৈতিক প্রবৃদ্ধি বঙ্গবন্ধু হত্যার ৪২ বছর পর্যন্ত আমরা অতিক্রম করতে পারিনি। আমরা ২০১৬-১৭ অর্থবছরে বঙ্গবন্ধুর রেকর্ড বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অতিক্রম করতে পেরেছি।’তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তাদের বিচার হয়েছে। জিয়াউর রহমানসহ যারা নেপথ্যের কুশীলব ছিল তাদের বিচার হয়নি। তাই আজকে সময়ের দাবি হচ্ছে, জাতির দাবি হচ্ছে- ৫০ বছর পরের, ১০০ বছর, ২০০ বছর পরের প্রজন্ম যাতে সত্য জানে সেজন্য বঙ্গবন্ধুর হত্যার যারা কুশীলব ছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে যারা রাষ্ট্রকে হত্যা করতে চেয়েছিল তারা কারা? তাদের মুখোশ উন্মোচন করা, তাদের বিচার করা হচ্ছে সময়ের দাবি।’এছাড়াও তথ্যমন্ত্রী বলেন, ‘জনগণের দাবি হচ্ছে একটি কমিশন গঠন করে যারা কুশীলব ছিল মুখোশ উন্মোচন করা, জিয়াউর রহমানসহ যারা ছিল তাদের বিচার করা।’এসময় অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছিলেন প্রধান অতিথি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + 1 =