সাভারে বিনা নোটিশে ২০টি পরিবারকে উচ্ছেদের অভিযোগ

0
510

কোন রকম নোটিশ ছাড়াই বৃষ্টির মধ্যে বসত বাড়ি উচ্ছেদ এবং বাধা দেওয়ায় মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে ভুক্তভোগীরা।  গতকাল সোমবার সাভার পৌর এলাকার  ইমান্দিপুর মহল্লায় জার্মানির টেক এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার এসআই তারিকুল ইসলাম ও তার টিমের সদস্যদের ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় তার কাছে উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে তিনি আমাদের জানান,আদালতের নির্দেশে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কাজ করছি। আদালত থেকে ম্যাজিস্ট্রেট সহ লোকজন এসে যার জমি তাকে বুঝিয়ে দিচ্ছে।  এ সময়  ওই এলাকায় ৭টি প্লোটে থাকা ২০ টি পরিবারকে বৃষ্টির মধ্যে উচ্ছেদ করে বের করে দেওয়া হয়। প্রায় এক যুগ আগে জমি কিনে ঘর বাড়ি করে দুই সন্তানকে নিয়ে দখল হওয়া ১টি প্লোটে থাকতেন বিবি ফাতেমা।

গতকাল  হঠাৎ করে একদল লোকজন এসে বাড়ির সামনে সাাইনবোর্ড ঝুলিয়ে দেয়।আর আমার পরিবারকে বৃষ্টির মধ্যে বাসা থেকে বের করে দেয়।আমার এত বছরের বসবাস করা বাড়ি-ঘর সাইনবোর্ড দিইয়া নিয়া গেল ক্ষমতাশালীরা বলে আর্তনাদ করতে থাকে বিবি ফাতেমা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 + eleven =