বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

0
478

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী মারা গেছেন।  শনিবার ভোর পাঁচটায় যাত্রাবাড়ীর কোনাপাড়া আলামিন রোডের একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম (৫০) ও তাঁর স্ত্রী আকলিমা বেগম (৩৭)। জাহাঙ্গীর আলমের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামে। তিনি যাত্রাবাড়ী এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) লাইজু জানান,  ভোরে জাহাঙ্গীর আলম গোসল করতে যান। বাথরুমের টিনের ওপর থেকে জাহাঙ্গীরের গায়ে তার লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণ পর তাঁকে ছাড়াতে গেলে স্ত্রী আকলিমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার থেকে বিদ্যুৎ পুরো বাথরুমে ছড়িয়ে পড়ে। এ কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।

বর্তমানে দম্পতির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

জাহাঙ্গীর আলমের ছেলে ফোরকান জানান, তাঁর বিদ্যুৎস্পৃষ্ট বাবাকে ছাড়িয়ে আনতে গেলে মাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three − one =