কিশোরগঞ্জে ৫ দিন ব্যাপী শ্যামা পূজা উৎসব

0
647

অপরাধ বিচিত্রা : হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় একটি অন্যতম উৎসব শ্যামা পূজা বা মহীনসা পূজা নামে পরিচিত । প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তে এই পূজা উদযাপন করা হয় । এই কালী বা কালীকা হলেন একজন দেবী । বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপে পূজা বিশেষ জনপ্রিয় । নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার ৪ নং বাহাগিলি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের সন্ন্যাসী পাড়ায় ৫ দিন ব্যাপী শ্যামা বা কালী পূজা উৎসব । এই কালীর দীর্ঘ প্রায় ৩২ ফুট । পূজা উৎসবে শুভ উদ্বোধন করেন বাবু অরুণ কুমার দে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তারাগঞ্জ, রংপুর ।

প্রধান অতিথি শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট) চেয়ারম্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ, নীলফামারী । প্রধান পৃষ্ঠপোষকতায় অধ্যাপক আতাউর রহমান (দুলু) চেয়ারম্যান  ৪নং বাহাগিলী ইউনিয়ন পরিষদ, সার্বিক সহযোগিতায় শ্রী গোপাল চন্দ্র ইউপি সদস্য বাহাগিলী ও শ্রী যুগল চন্দ্র রায় সমাজ সেবক।

সার্বিক সহযোগিতায় শ্রী গোপাল চন্দ্র ইউপি সদস্য বাহাগিলী ও শ্রী যুগল চন্দ্র রায় সমাজ সেবক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

ten + 8 =