ধামরাইয়ে কৃষি জমির মাটি যাচ্ছে ইটভাটায় : প্রশাসন নীরব

0
541

আমির হামজা : ফসলি ও কৃষি জমির উর্বর টপসয়েল যা”্ছে ধামরাইয়ের প্রায় ৩শতাধিক ইটভাটায় । বিলীন হয়ে যাচ্ছে কৃষিজমি । এতে প্রশাসন বা সরকারের কোন মাথাব্যাথা নেই । প্রতি বছর শুল্ক মৌসুমে ধামরাইয়ের ইটভাটা গুলোতে অবাদি জমির উপরিভাগে মাটি কেটে নেয়া হয় । ্্এ মাটির ব্যাবসায় জড়িত ধামরাইয়ে প্রায় ৮ শতাধিক ব্যাক্তি, ৭০/৮০ টি ভেকুর ম্যাধমে মাটি কেটে প্রতিদিন ৮০০/১০০০ ট্রাকযোগে ইটভাটায় মাটি পৌঁছে দেওয়া হচ্ছে । প্রতি বছর ধামরাইয়ে ৫০ হাজার হেক্টর কৃষি ও ফসলি জমির কি পরিমান মাটি ইটভাটায় যাচ্ছে এর কোন হিসাব নেই । সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ইট তৈরির ছাড়পএ  না নিয়েই অবাধে ভাটার মালিকরা ইট তৈরি করছে । আবাদি জমির উর্বর মাটি টপসয়েল কেটে নিয়ে ইট তৈরি করায় আশে পাশের আবাদি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে । ধামরাইয়ে প্রায় ৩ শতাধিক ইটভাটায় জমির উর্বর মাটি ব্যাবহারে দুই সহ¯্রাধিক বিঘা জমির উৎপাদন হুমকির মুখে পড়ায় ফলন বির্পযের আশংকা করছে কৃষিবিদরা । উপজেলার কালামপুর,  নান্দেশ^রী ,  শ্রীরামপুর , সুতিপাড়া কাওয়ালীপাড়া , ভালুম , জয়পুরা , নান্নার , বাড়বড়িয়া , সুয়াপুর চন্দ্রপাড়া ,  জালসা, মধুরআঙ্গা , বাসনা এলাকায় ৭০/৮০ টি ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকযোগে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায় ।

নাম প্রকাশ না করার শর্তে অনিচ্ছুক এক কৃষক জানান মাটি কাটা বাধাঁ দিলে ঠিকাদাররা বিভিন্ন ভাবে  কৃষকদের হয়রানি করে থাকে  ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × 5 =