লক্ষ্মীপুরে কর্মজীবী মহিলাদের জন্য দুই দিনব্যাপি ‘স্বাস্থ্যসেবা ক্যাম্প’ শুরু

0
488

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে হতদরিদ্র মা ও শিশুর সু-স্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে দুই দিনব্যাপি স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচিত ১ হাজার ১শ’ উপকারভোগী মহিলাকে এ ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় উপকরণ দেয়া হবে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, সহকারী কমিশনার মো. শহিদুল ইসলাম প্রমুখ।

‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগী মহিলাদের প্রতি মাসে ৮শ’ টাকা করে ভাতা দেয়া হয়। গর্ভকালীন সময় থেকে ৩ বছর পর্যন্ত উপকারভোগীরা এ ভাতা পাবেন। তবে দুই এর অধিক সন্তান গ্রহণকারী মহিলারা এ সেবা পাবেন না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 5 =