মতলব উত্তরে সাড়ে ৬ টন অবৈধ গম নিয়ে কুমিল্লা যাওয়ার পথে ট্রাকসহ ২ জন আটক ছবি তোলায় ২ সাংবাদিক লাঞ্চিত

0
657

 স্টাফ রিপোর্টারঃ ৭ ডিসেম্বর মতলব উত্তরে সাড়ে ৬ টন অবৈধ গমনিয়ে কুমিল্লা যাওয়ার পথে শ্রীরায়েরচর ব্রীজ এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশ ট্রাকের ড্রাইভার ফয়সাল ও হেলপার কামরুলসহ ট্রাকটি আটক কওে । ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো-ড ১১- ৪২৪৪ ।

মতলব উত্তর থানার ভিতর আটককৃত গম বোঝাই ট্রাকের ছবি তোলায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোঃ তুহিন ও মতলব উত্তর প্র্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাঃ সাজ্জাদ হোসেনকে লাঞ্চিত করেন নুরমোহাম্মদ ওরফে নুরহোসেন। এবং ছবি তোলায় ২ সাংবাদিকের ক্যামরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং সাংবাদিকদের দেখে নেবে বলে হোমকি প্রদান করেন নুরমোহাম্মদ ওরফে নুরহোসেন । তার পর পরই মো.নুরমোহাম্মদ(নুর সোসেন) আটককৃত ট্রাকটি থানা থেকে বের করে দিয়ে মটর সাইকেল যোগে দ্রুত থানা হতে বের হয়ে যায় ৷ উক্ত ঘটনার সময় ওসি নাসির উদ্দিন মৃধা থানায় উপস্থিত না থাকায় রাতে তার মুঠফোনে বিষয়টি জানালে তিনি বলেন, থানায় অভিযোগের ভিক্তিতে সাংবাদিকদের উপর হামলাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । আটককৃত ড্রাইভার ফয়সাল জানায়, আমারা কুমিল্লা থেকে আসছি এবং মালগুলি নিয়া কুমিল্লাতেই যাইতেছিলাম । শ্রীরায়ের চর ব্রীজের কাছ থেকে মতলব উত্তর থানা পুলিশ গমসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় । পরে অজ্ঞাত কারনে থানা থেকে মালামালসহ ট্রাকটি ছেড়ে দেয়া হয় । ট্রাকটি কে ভাড়া করেছে জানতে চাইলে ড্রাইভার জানায়, ছেংগারচরের কমিশনার মান্নান ভাই আমাদের ট্রাকটা ভাড়া করছে মতলব উত্তর থানা গোডাউন থেকে গম কুমিল্লায় নেয়ার জন্য । উপজেলা খাদ্য গোডাউন এলাকার কয়েকজনের সাথে কথাহলে তাদের প্রশ্ন এই মালামালগুলো মতলব উত্তরের হলে মালামালগুলো কুমিল্লা যাচ্ছিল কেন? স্থানীয় লোকজনের সাথ কথাহলে আরো জানা যায়, এই মান্নান কমিশনার গত ১০ বছর যাবৎ অবৈধভাবে খাদ্য গোডাউনের সাথে যোগসাজস্যে অবৈধভাবে টিআর, কাবিখাসহ বিভিন্ন সাহায্যের চাল ও গমের ব্যবসা করে আসছে। স্থানীয় মসজিদ, মাদ্রাসা, গোরস্থানসহ বিভিন্ন খাতে টিআরের চাল পেলে প্রভাব খাটিয়ে তাদেরকে যতসামান্য টাকা দিয়ে বিদায় করে দিয়ে চাল, গমগুলো বাহিরে বিক্রি করে দেয়। এ ব্যাপারে মতলব উত্তর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বলেন- ৬.৫ টন গমসহ শ্রীরায়েরচর ব্রীজ(দাউদকান্দি সংলগ্ন)এলাকা থেকে ড্রাইভার ও হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসি । পরে একজন ইউপি চেয়ারম্যানের ডিওর মাল দেখে তা ছেড়েদেই ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 4 =