বঙ্গবন্ধুকন্যা বিদ্রোহ করলে কাউকে রেহাই দেবেন না: কাদের

0
429

দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘দল করেন, নমিনেশন চাইতে পারেন-এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু নমিনেশন না পাইলে যদি কেউ বিদ্রোহ করেন তাহলে খবর আছে। ’বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ডেন্ডাবরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক গণসংযোগে তিনি এ হুঁশিয়ারি দেন।ওবায়দুল কাদের বলেন, ‘এবার বঙ্গবন্ধুকন্যা বিদ্রোহ করলে কাউকে রেহাই দেবেন না। সুতরাং সবাইকে এক থাকতে হবে। যিনি-ই মনোনয়ন পান তার হয়েই কাজ করতে হবে। ’

তিনি বলেন, ‘নমিনেশন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নিজেরা নিজেদের বিরুদ্ধে বক্তব্য দেবেন, বিষোধগার করবেন।

তাহলে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। কোনো প্রার্থী অন্য কারও চরিত্র হনন করলে তাকে বহিষ্কার করা হবে। তাই শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।’

কাদের বলেন, ‘আজ ঐক্যফ্রন্টে সব শয়তান এক জায়গায়। সন্ত্রাসী, খুনি ও এদের নেতারা একত্রিত হয়েছে। সিলেটের মিটিং দেখছেন না। মঞ্চজুড়ে নেতা আর নেতা। বিএনপিতে নেতা বেশি, জনতা কম। নেতায় নেতায় ঐক্য, জনতার কিছু যায় আসে যায় না।’

তিনি বলেন, সাভারে আজ যে পথসভা হলো এর সমান লোক যদি সিলেটে তারা জড়ো করতে পারতো তাহলে সারা দেশ ফাটাইয়া ফেলতো। জনগণ তাদের সঙ্গে নেই।

এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, এ কে এম এনামুল হক শামীম, ঢাকা-১৯ আসনে সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের এমপি এম এ মালেক, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি ফিরোজ কবির, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহম্মেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের ভাপতি হাসিনা দৌলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 13 =