আমারও প্রশ্ন, নুরু কেন বারবার মার খাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
638

অপরাধ বিচিত্রা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমারও প্রশ্ন – তার (ভিপি নুর) ওপর কেন বারবার হামলা হচ্ছে? তবে এটি খতিয়ে দেখব। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ানবাজারের ওয়াসা ভবনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দিন পর ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নুরকে ভোট দিয়ে নেতা বানিয়েছে শিক্ষার্থীরা। আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। যাতে করে ভবিষ্যৎ রাজনীতিবিদ এখান থেকে উঠে আসে, যেভাবে আমরা উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। ডাকসু ভিপি এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন, শুরু থেকে ব্যবস্থা নেয়া হলে হামলার পুনরাবৃত্তি নাও হতে পারতু এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৯ বার না দুবার সেটি আমরা জানি না।

কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপরে হামলা হবে কেন? আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢোকে না। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা যায়। কাজেই আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয়  প্রশাসনই কার্যকর ভূমিকা রাখে

আসাদুজ্জামান খান বলেন, আমার নিজেরই একই প্রশ্ন- নুরুর ও কেন বারবার হামলা হচ্ছে, আপনারা যদি এটির কোনো কারণ পান তা হলে আমাকে জানাবেন। তবে নুরু কেন বারবার ‘আপনাদের মতে’ আক্রান্ত হচ্ছে, সেটি আমরা দেখব। হামলার ঘটনায় যদি কেউ মারা যেত, তা হলে এর দায় ভার কে নিত- এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,

এখন পর্যন্ত যতটুকু দেখেছি, তাতে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়  প্রশাসন এখনও সঠিক আছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি আমাদের সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেয়ার অনুরোধ করে তা হলে আমরা সেটি নিতে পারব। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে

ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলা সঙ্গে জড়িতদের শনাক্ত করা হবে। সেভাবে গোয়েন্দারা চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাজধানীতে শের-ই-বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানশেষে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘হামলাকারীরা পালাতে পারবে না। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। পরীক্ষা করে ডাকসু ভিপির ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের চিহ্নিত করা হবে।

কেউ রেহাই পাবে না।’ মন্ত্রী বলেন, ‘দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক থেকে যুব সমাজকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সন্তানদের এবং তাদের নিরাপত্তা সম্পর্কে আরো সচেতন হতে হবে। দেশ গড়তে সবার সহযোগিতা দরকার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + one =