পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত,অস্ত্র গুলি উদ্ধার, পুলিশের তিন সদস্য আহত।

0
603

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৭টি ডাকাতিসহ ১২ মামলার আসামী আন্তঃ জেলা ডাকাতদলের সর্দার আনোয়ার হোসেন ইউছুফ (৪৪) নিহত হয়েছেন । সোমবার রাত সোয়া দুই টার সময় কেশারপাড় ইউনিয়নের বীরকোট এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি,  চার রাউন্ড তাজা কার্তুজ,  সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে । 

নিহত ডাকাত সর্দার বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের অলি উল্যার ছেলে। নিহত ডাকাত সর্দার আনোয়ার হোসেন ইউসুফের বিরুদ্ধে সাতটি ডাকাতি, একটি অস্ত্র ও একটি মাদকসহ মোট ১২ টি মামলা ছিল।

ওসি মিজানুর রহমান জানান,  সোমবার দিনগত রাত ২টায় ধৃত ডাকাত সর্দার  কে  আনোয়ার হোসেন ইউসুফ কে নিয়ে বীরকোট এলাকায় অভিযানের সময় তার সঙ্গীরা পুলিশকে গুলি ছুঁড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছুঁড়ে । এসময় ডাকাত সর্দার ইউসুফ অপর সদস্যদের গুলিতে সে গুরুতর আহত হয়। তাকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের তিন সদস্য আহত হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 2 =