ঘুষ-দুর্নীতি বন্ধ কর সু-শাসন প্রতিষ্ঠা কর

0
508

সংবাদ বিজ্ঞপ্তিঃ জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কক্সবাজার জেলার নবগঠিত কমিটির প্রথম সভায়- প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়া ঘুষ-দুর্নীতি বন্ধ করে, শাসন-প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা করার দাবী জানিয়েছেন বক্তারা। শুক্রবার (৭ফেব্রæয়ারী) বিকাল ৪টায় জাসদ কার্যালয়ে কক্সবাজার জেলা জাসদের নবগঠিত কমিটির প্রথম সভা জেলা জাসদের নবনির্বাচিত সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল এর সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন- দেশে আজ দুর্নীতিবাজদের সিন্ডিকেট গড়ে উঠেছে। ফলে উন্নয়নের সুফল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ঘরকাটা ইঁদুরা উন্নয়নের ফসল খেয়ে ফেলছে। এইসব ঘরকাটা ইঁদুরদের চিহ্নিত করে দমন করতে হবে।

বক্তারা আরও বলেন- বর্তমান সরকার অনেক উন্নয়ন করেছে। কিন্ত এতকিছুর পরেও নারীরা নিরাপদ নেই, তরুণরা চাকরি পায় না, শ্রমিকরা ন্যায্য মজুরি পায় না। এক অনিশ্চিতায় চলছে আমাদের জীবন। এই অনিশ্চতা থেকে মুক্তি পেতে আমাদের সকলকে জাসদের সুশাসনের দাবীতে চলমান আন্দোলন বেগবান রাখতে হবে। তবেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ১৪দলীয় নেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ।

সভায় আগামী ২৮-২৯ ফেব্রæয়ারী জাসদের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে কক্সবাজার থেকে নেতা/কর্মীর সমন্বয়ে একটি মিছিল নিয়ে কেন্দ্রীয় সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং আগামী মার্চ মাসকে সাংগঠনিক মাস হিসাবে ঘোষনা করেন এবং ওই মাসে জেলার বিভিন্ন উপজেলায় কর্মীসভা, সম্মেলন ও কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহ-সভাপতি আবু তাহের জীন, মুক্তিযোদ্ধা মোজাফ্ফর আহমদ, অলক ভট্টাচার্য, এডভোকেট আবদুল শুক্কুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, অর্থ সম্পাদক আলহাজ্ব ফরিদুল আলম, দপ্তর সম্পাদক অজিত কুমার দাশ হিমু, জনসংযোগ সম্পাদক মোঃ আবু তৈয়ব, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আবদুর রশিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল জব্বার, কৃষি বিষয়ক সম্পাদক কায়সার হামিদ, শ্রমিক ও কৃষি শ্রমিক বিষয়ক সম্পাদক আসাদুল হক আসাদ, নারী বিষয়ক সম্পাদক রেজিয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রবাল পাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনিল কান্তি বড়–য়া, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরুল আলম সিকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক প্রদীপ দাশ, সহ-সম্পাদক নুর আহাম্মদ, বিপ্লব বড়–য়া, মিজানুর রহমান বাহাদুর, খোরশেদ আলম অদুদ, কার্যনির্বাহী সদস্য মায়মুনুর রশিদ, লস্কর আলী, রূপনাথ চৌধুরী নাচ্চু, মোঃ জাকারিয়া, মোঃ নুরুল আবছার, সাংবাদিক আমান উল্লাহ, মোঃ জাকের হোসেন, আবুল হাসেম, মোঃ আমান উল্লাহ আমান, মোঃ হাসান, শাখাওয়াত হোসেন সবুজ, ডালিয়া জামান, শাহেনা আখতার, রফিকুল ইসলাম, মোঃ ইব্রাহিম (কালা মনু), একরামুল হক কন্ট্রাক্টার প্রমুখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + 8 =