লালমনিরহাটে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের পদ ত্যাগের দাবীতে শ্রমিকদের সমাবেশ

0
451

লালমনিরহাট প্রতিনিধি : করোনা সংক্রমণ রোধে কর্মহীন ঘরে থাকা শ্রমিকদের সহায়তা না করার অভিযোগে লালমনিরহাট মোটর মালিক সমিতির নেতৃবৃন্দের পদত্যাগের দাবীতে সমাবেশ করেছে সাধারন শ্রমিকরা। শুক্রবার (১৫মে) দুপুর ১২টার দিকে শ্রমিক ইউনিয়নের ৩শতাধিক শ্রমিক ঢাকা-বুড়িমারী মহা সড়কে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের মিশন মোড় সেনামৈত্রী মার্কেট থেকে বিক্ষোভ মিলিছ বের কওে কেন্দ্রীয় বাসস্টান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ বলেন, দীর্ঘদিন থেকে মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ অর্থ কালেকশন করে তা আত্মসাৎ করে আসছে। কিন্তু করোনা দুর্যোগের সময় তারা শ্রমিকদের কোন সহযোগিতা করছে না।

তাই তাদের পদত্যাগ দাবী করে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি করার দাবী জানাচ্ছি। এসময় বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম, জেলা ট্রাক ও ট্র্যাংকলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি পুনীল চন্দ্র রায়, সম্পাদক আবুল কালামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

7 + 16 =