হ্যান্ড স্যানিটাইজারে সৃষ্ট আগুনেদগ্ধ ডাঃ রাজীব মারা গেলেন

0
583

স্টাফ রিপোর্টার:
রাজধানীর হাতিরপুলে নিজ বাসায় হ্যান্ড স্যানিটাইজার থেকে লাগা আগুনে দগ্ধ চিকিৎসক রাজীব ভট্টাচার্য (৩৬) মারা গেছেন। ২৮ জুলাই সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে রাজীব মারা যান। তার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিল।’

গত মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসক রাজিব হ্যান্ড স্যানিটাইজারের বোতল ‘রি-ফিল’ করার সময় মশার কয়েল কিংবা অন্য কিছু থেকে আগুন লেগে যায়। এতে তিনি এবং তার স্ত্রী আনুশকা ভট্টাচার্য (৩২) দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। রাজীবের স্ত্রী এখনও চিকিৎসাধীন। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

রাজিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন। আনুশকা শ্যামলীর সেন্ট্রাল মেডিকেল কলেজের চক্ষু বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তারা হাতিরপুল ইস্টার্ন প্লাজার পেছনের একটি বাড়ির তৃতীয় তলায় বসবাস করছিলেন।

এই চিকিৎসক দম্পতির ৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। সে ঘটনার আগে থেকে কুমিল্লায় দাদা বাড়িতে অবস্থান করছে বলে স্বজনরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seven − six =