রাজশাহীতে গণপূর্ত অফিসে ঠিকাদারের হামলা আটক দুই

0
582

আখতার রহমান: রাজশাহী গণপূর্ত অফিসের ভিতর ঠিকাদারের লোকজন হামলা চালিয়েছে। এ সময় একজন প্রকৌশলীর সঙ্গে মারপিট করেন। এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন আহত হন। (১৭ আগষ্ট) সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর  পেয়ে পুলিশ উপস্থিত হয়ে দুজনকে আটক করেছে। আহত উপ-প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, পুঠিয়ায় ভূমি উন্নয়ন অফিসের কাজ চলছে গণপূর্ত অধিদপ্তরের আওতায়। এই কাজটি পান  নগরের লিটন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করতে গিয়ে লিটন নানা অনিয়মের আশ্রয় নেন। পাশাপাশি নিম্নমানের মালামাল সরবরাহ করেন। আটক লিটন ও তার সহযোগী

এ কারণে নিম্নমানের মালামালগুলো তাকে সরিয়ে নিতে নিতে বলা হয়। এতে ক্ষিপ্ত হয়ে লিটন এবং তার সহযোগীকে নিয়ে বেলা বারোটার দিকে উপ-সহকারী

প্রকৌশলী দেলোয়ার হোসেনের অফিসে গিয়ে তাঁর উপর চড়াও হোন এবং মারধর করেন। এ সময় অফিসের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে লিটন ও তার সহযোগী। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন এ ঘটনার সত্যতা  নিশ্চিত করে জানান, উপসহকারী প্রকৌশলী মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 × one =