চার দিন সাগরে ভাসতে থাকা ২০ জেলে উদ্ধার: বাংলাদেশ কোস্টগার্ড

0
316

কক্সবাজারের কুতুবদিয়া থেকে ১২ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি নৌকা থেকে ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

গতকাল বুধবার (২৬ আগস্ট) বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের অধীন একটি জাহাজ বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় মাছ ধরার নৌকাটিসহ (এফভি রায়হান) তাদের উদ্ধার করে।

এ বিষয়ে কোস্টগার্ডের এক বার্তায় বলা হয়, ওই জেলেরা গত ২৩ আগস্ট মাছ ধরতে কক্সবাজার থেকে সাগরে যান। কিন্তু নৌকাটির র্যাডার বিকল হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন সাগরে ভাসতে থাকে। বুধবার বিকেলে কোস্টগার্ডের ওই জাহাজ সেই জেলেদের উদ্ধার করে।

তাদের নৌকাসহ কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশনে নিয়ে আসা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরে নৌকাটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

nine − 1 =