পুরান ঢাকায় ২৫ ট্রাক অবৈধ ও নিষিদ্ধ পলিথিনের সন্ধান

0
335

সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পলিথিনের কারখানায় ও মজুতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে র‍্যাব।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর থেকে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস ঘাট লেনে শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী মেজিস্ট্রেট পলাশ কুমার বসু।

অভিযানে পরিবেশ অধিদফতর ও র‍্যাব-৩-এর সদস্যরা সহযোগিতা করছে।

অভিযানের বিষয়ে মেজিস্ট্রেট জানান, আমরা প্রায় ২৫ ট্রাকের মতো অবৈধ ও নিষিদ্ধ পলিথিনের সন্ধান পেয়েছি। এই পরিমাণটা গত ১০-১৫ বছরের যেকোনো অভিযানের চেয়ে বেশি।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ছয়টি কারখানায় অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়েছে। এখন অভিযান চলছে। অভিযান শেষে উদ্ধার ও আটকের বিষয়ে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − sixteen =