কুয়াকাটায় জলবায়ূ সহনশীল নগরী গড়তে অবহিত করণ সভা

0
400

কুয়াকাটা প্রতিনিধি: পর্যটন নগরী কুয়াকাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা “বাদাবন সংঘের” উদ্যোগে জলবায়ু সহনশীল নগরী বিষয়ক প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হোটেল বনানী প্যালেস হল রুমে এ সভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী মোঃ সাজেদুল আলম , কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, ত্ফোয়েল আহম্মেদ তপু। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ,সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,কাউন্সিলর তৈয়বুর রহমান,আবুল হোসেন ফরাজীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও জলবায়ূ ঝুঁকিতে থাকা সুবিধাভোগী নারী। সভায় জলবায়ূ সহনশীল নগরী বিষয়ক প্রবন্ধ উপাস্থাপন করেন বাদাবন সংস্থার নির্বাহী পরিচালক লিপি রহমান।

এসময় নির্বাহী পরিচালক লিপি রহমান বলেন,ঝড় বন্যার সময় সমুদ্র উপকূলীয় এলাকার নারীরা সব চেয়ে বেশি ঝকিঁতে থাকে। জলবায়ূ পরিবর্তনের ফলে প্রতিনিয়ত ঝড় বন্যায় নারীরা কেশি ক্ষতিগ্রস্থ হয়। ঝুকিঁ মোকাবেলায় দক্ষতা অর্জণ ও নারীর সমঅধিকার রক্ষায় বাদাবন সংস্থা কাজ করছেন। প্রথম পর্যায়ে তারা কুয়াকাটা পৌর এলাকার ১নং ওয়ার্ডের নারীদের বেছে নিয়েছে।

আদিবাসী নারীদেরও প্রশিক্ষনের ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন জলবায়ূ সহনশীল নগরী গড়ে তোলার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তাহলেই কুয়াকাটাকে উন্নয়নশীল ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। অবহিত করণ সভার সঞ্চালনা করেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার শায়লা আক্তার।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + sixteen =